Wednesday, August 27, 2014

অশনি সঙ্কেতের মতো
আজ কিছুতেই চোখ খুলবনা
যদি স্বপ্নটা ভেঙ্গে যায়....
তবে কি আশঙ্কাটা স্বপ্নটা ভেঙ্গে যাও য়ার, নাকি
সত্যিটা বুঝতে পারার আতঙ্কটআও একইরকমভাবে উপস্থিত?
আচ্ছা, তাহলে কি খুব জটিল হয়ে যাচ্ছে সবটা?
সহজ করে ভাবতে পারাটা কি বিরল....নাকি রোগে পরিণত হয়েছে..
সারল্য...স্বপ্ন দেখতে চাওয়া..?
সমুদ্রের ধারে কারণ ছাড়াও হাতে হাত রাখা..,
দূরের পাহাড়ের দিকে তাকিয়ে হঠাৎই জামার আস্তিনটা আঁকড়ে ধরা..,
অথবা, অরণ্যের শিরশিরানিতে উষ্ণতার ছোঁয়া..
বা হয়তো এক আকাশ তারার নীচের শান্তি?
সবই কি লুপ্তপ্রায়ের দলে?
হঠাৎই যেন বলে ওঠা...বাস্তব..বাস্তবে ফেরো!
তবে কি বাস্তবকে একক ভাবে নিষ্ঠুর বলাটা কি খানিকটা অন্যায় নয়?
রাস্তার ধারে দাঁড়ানো যন্ত্র-দানবের নিদারুণ পদাঘাতে পাথরকুচি ভেঙে ফেলাটাও অন্যায়!
কিন্তু সত্যি-ই কি তাতে যন্ত্র-দানবের কোন ইচ্ছের মূল্য থাকে?
সবটাই কি অপ্রতিরোধ্য ভবিতব্য নয়? ওই যেমন বলি আমরা, "হওয়ারই ছিল"!

আসলে ওইটুকুরও বোধহয় খুব দরকার...অশনি সঙ্কেতের মতো,
আসলে মুক্তির ইচ্ছেটা কখনো প্রবল হত না শিকলের চোখরাঙানি ছাড়া...
রোদের তেজ ছাড়া কি আর ছায়ারা দীর্ঘ হয়?

1 comment:

Poulomi said...

I like this line:সহজ করে ভাবতে পারাটা কি বিরল.Aar overall last para ta khub bhalo, khub shotti..the bigger truth of life. But janish, now it's high time we have to move over darkness and negetavitites. Rather just start thanking all the not-so-good that happened to us, because they made us strong. :)